হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে শ্বাসরোধে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে স্বামী আলী মোহনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী দিলু বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘দিলু বেগম পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী মোহনকে হত্যা করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে দিলুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’

সরকারি কৌঁসুলি জসিম জানান, রায়ের সময় দিলু বেগম আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার ১১ বছর পর মোহন হত্যা মামলার রায় হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দিলু ফেনীর চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কালিদাসের বাগ গ্রামে।

এজাহার থেকে জানা গেছে, ২০১১ সালের ৩০ মার্চ রাতে নিজের বসতঘরে খুন হন মোহন। ঘটনার রাতে তিনি স্ত্রী দিলু ও পাঁচ বছরের মেয়ে তিশাকে নিয়ে ঘুমিয়েছিলেন। ওই রাতে মোহনের মা জাহানারা বেগম বাড়িতে ছিলেন না। রাত ১টার দিকে তিনি মোবাইল ফোনে ছেলের মৃত্যুর সংবাদ পান। মৃতদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। ৩১ মার্চ জাহানারা বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যার অভিযোগে পুত্রবধূ দিলুকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে মোহনকে হত্যার দায়ে দিলুকে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দেয় লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ। এতে উল্লেখ করা হয় মোহন কাজের সুবাধে ফেনীতে থাকতেন। তিনি নেশা করতেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হতো। ঘটনার রাতে তিনি ফেনী থেকে বাড়িতে আসেন। ওই রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে দিলু তাঁর স্বামী মোহনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫