হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর থানা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।’

এ ছাড়া গতকাল রোববার ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যার চেষ্টার মামলা করা হয়। আহত যুবদল নেতার শ্বশুর হাজি হোসেন আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। গত শনিবার রাতে মিরিকপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন জাকির হোসেনের গতিরোধ করেন।

একপর্যায়ে জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তাঁরা। পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫