হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ওমানপ্রবাসীর স্ত্রীর লাশ মিলল বেড়িবাঁধের ওপরে

লক্ষ্মীপুর প্রতিনিধি

মো. হেলাল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে ওমানপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারসংলগ্ন বেড়িবাঁধের ওপরে তাঁর মরদেহ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তার ওপর ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রামগতি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারীর সঙ্গে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো. শাহজাহান পালোয়ানের ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। পরকীয়ার জেরে ওই নারী গতকাল মঙ্গলবার রাতে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, রাতে উভয়ের মধ্যে যেকোনো বিষয়ে বিরোধ সৃষ্টি হলে ওই পরকীয়া প্রেমিক তাঁকে মেরে রাস্তায় ফেলে চলে যান। পরে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে পরকীয়া প্রেমিক পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ওই নারীর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে লঞ্চঘাটে চাঁদাবাজি: ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে আগুন

লক্ষ্মীপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, যুবদল কর্মী পলাতক

পুরান ঢাকায় ভূমিকম্পে বাবা-ছেলের মৃত্যু, গ্রামের বাড়িতে মাতম

বিএনপি নেতাকে হত্যা: মৃত্যুর আগে ১১ জনকে দায়ী করা ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন: ছাত্রদল কর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা, ৩ জন কারাগারে

লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন: ফেসবুকে ‘আউট’ লিখে পুলিশের নজরে ছাত্রদল কর্মী

লক্ষ্মীপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা