হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রার্থিতা প্রত্যাহার না করায় হামলা ও মারধরের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী তাজল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অপর প্রার্থী জাফর আহাম্মদ চৌকিদারের ভাই গোলাপ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক এ সশস্ত্র হামলা করে।

গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

সদস্য প্রার্থী তাজল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাফর আহাম্মদ চৌকিদার ২০-২৫ বার লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে যাই। বুধবার রাত প্রায় ১০টার দিকে আমার ভাই মমিনুল বাজার থেকে ফেরার পথে তাকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে ফেলে। এ ছাড়া হামলা করা হয় মফিজুল ইসলামের বাড়িতে। বাড়ির গেটে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।’

অভিযোগের বিষয়ে জাফর আহাম্মদ চৌকিদার বলেন, ‘কে বা কারা হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ভাই বা আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। তাজল ইসলাম হঠাৎ করে এসে প্রার্থিতা ঘোষণা করে আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তাঁকে প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি।’ 

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শিমুল বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, ২৮ নভেম্বর রায়পুরের ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫