হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোবাশ্বেরা বেগম (৬০) নামে এক নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে জেলার মজুচৌধুরীহাট এলাকায় লক্ষ্মীপুর-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোবাশ্বেরা বেগম সদর উপজেলার সমসেরাবাদ এলাকার তাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মজুচৌধুরীরহাট এলাকার ছেলের শ্বশুরবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন মোবাশ্বেরা বেগম। মুজচৌধুরীহাট পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় মোবাশ্বেরা বেগমসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোবাশ্বেরা বেগম। আহত ওই ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘মজুচৌধুরীরহাট এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও একজন আহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালকের আটকের চেষ্টা চলছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা। সে কারণে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোনো সমস্যা নাই।’

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার