হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোবাশ্বেরা বেগম (৬০) নামে এক নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে জেলার মজুচৌধুরীহাট এলাকায় লক্ষ্মীপুর-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোবাশ্বেরা বেগম সদর উপজেলার সমসেরাবাদ এলাকার তাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মজুচৌধুরীরহাট এলাকার ছেলের শ্বশুরবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন মোবাশ্বেরা বেগম। মুজচৌধুরীহাট পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় মোবাশ্বেরা বেগমসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোবাশ্বেরা বেগম। আহত ওই ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘মজুচৌধুরীরহাট এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও একজন আহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালকের আটকের চেষ্টা চলছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা। সে কারণে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোনো সমস্যা নাই।’

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা