হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রথম অনুপস্থিত ২৫ পরীক্ষার্থীর মধ্যে ১০ জনেরই বিয়ে

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ১০ জনের বিয়ে হয়ে গেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জনের মধ্যে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে রয়েছে এইচএসসির ৫ জন ও আলিমের ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জন অংশ নেওয়ার কথা ছিল। আ স ম আবদুর রব সরকারি কলেজ কেন্দ্রে ও রামগতি আহমদিয়া কলেজ কেন্দ্রে বিজ্ঞান শাখায় ১৬০ জন এর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন। এ ছাড়া চর আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ৩৪৪ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২০ জন। অনুপস্থিত ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন মেয়ে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মামুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন। অভিভাবক ও ছাত্রীদের অনাগ্রহের কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিচ্ছেন না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু বলেন, ‘করোনার কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বছর সংক্ষিপ্ত ও পুনর্বিন্যস্ত সিলেবাসের অধীনে শুধুমাত্র গ্রুপভিত্তিক তিনটি নৈর্ব্যক্তিক বিষয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।’

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ