হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় ব্যাটারিচালিত ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) এবং লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী (৪০) নিহত হয়েছেন। আজ রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে ভ্যানচালক নজরুল ইসলাম তাঁর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। তখন আরও একজন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে একই সময়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হন। রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়েন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু