হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের হাজীরপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের হাজীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মঞ্জু সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যবসায়ী হেদায়েত উল্লার ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্বজনেরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হাজীরপাড়ায় বন্ধুর বাড়িতে যান মঞ্জু। রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মঞ্জু গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আমার মামাতো ভাই মঞ্জু মারা গেছেন। এ দুর্ঘটনায় পুরো পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩