হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

১০ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুয়াশা কিছুটা কাটলে স্বাভাবিক হয় ফেরি ও লঞ্চ চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এতে তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকেরা।  

এদিকে গত কয়েক দিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। কনকনে ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

মজুচৌধুরীরহাট ফেরিঘাটের বিআইডাব্লিউটিসির ম্যানেজার মো. কাউছার বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত রাত ২টা থেকে থেকে বন্ধ থাকার পর সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়ে এখন স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মেঘনায় নাব্য সংকট ও ২২টি পয়েন্টে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 

এদিকে প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কনকনে ঠান্ডায় মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এ অবস্থায় চলছে দুপুর পর্যন্ত। চরম শীতে কষ্টে ভুগছে শিশু ও বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে শ্রমজীবী মানুষের কাজে যেতে কষ্ট হচ্ছে। 

রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় লক্ষ্মীপুরে সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এবারের সর্বনিম্ন তাপমাত্রা।

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার