হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

গোপনে বিয়ে করাকে কেন্দ্র করে কনের নানাকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে গোপনে বিয়ে করাকে কেন্দ্র করে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বর তারিফ হোসেনের বাবা গোলাপ সর্দারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার মধ্য চরমনি মোহন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে এবং কনে নূপুর আক্তারের নানা। অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরু সর্দারের ছেলে এবং বর তারিফ হোসেনের বাবা।

নিহতের স্বজনেরা জানান, গত মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চরমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফ হোসেন একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নূপুর আক্তারকে গোপনে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে তারিফ ও নূপুরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে নিতে পারেনি তারিফ হোসেনের পরিবার। পরে তাঁরা দুজনই গোপনে বিয়ে করেন। বিয়ের বিষয়টি বৃহস্পতিবার রাতে জানতে পারেন বর তারিফ হোসেনের বাবাসহ আত্মীয়স্বজন। এ নিয়ে মধ্যরাতে তারিফ হোসেনের বাবা গোলাপ সর্দার লোকজন নিয়ে নূপুর আক্তারের বাড়িতে হাজির হন। কথা-কাটাকাটির একপর্যায়ে নানা নাজিম সর্দারকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘নাজিম সর্দারকে হাসপাতালে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট দেওয়া হবে।’ 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫