হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ১৭ দিনে করোনায় সাতজনের মৃত্যু, আক্রান্ত ৭৭৭

প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে ২ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষায় ৭৭৭ জনের করোনা শনাক্ত হয়। মারা গেছেন ৭ জন। এতে শনাক্তের হার ২৮ দশমিক ৫ শতাংশ। এখন পর্যন্ত জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৯৮ জন। মারা গেছে ৬০ জন। উপসর্গ নিয়ে মৃত্যু হয় ১০০ জনের। 

এদিকে প্রতিদিনই সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সামনে নমুনা দিতে রোগীদের ভিড় বাড়ছে। দিনদিন করোনা আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়লেও সাধারণ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। যে যার মতো করে ঘর থেকে বের হচ্ছে। হাটবাজারে বিভিন্ন বয়সী মানুষের ভিড় লেগে রয়েছে। বেশির ভাগ মানুষের মুখ নেই মাস্ক। স্বাস্থ্যবিধি না মানলেও করোনা সংক্রমণ আরও কয়েক গুন বাড়বে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সদর হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক মো. মাজহারুল ইসলাম মাসুম জানান, গত কয়েক দিনে করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। রোগীর চাপ বাড়ায় চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। প্রতিটি রোগীর অক্সিজেন প্রয়োজন হয়। সাধারণ মানুষ সচেতন না হলে বা স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার প্রকোপ বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনা ইউনিটের বেড খালি নেই। হাইফ্লোও অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। রয়েছে তিন বেডের আইসিইউ। এরই মধ্যে তিন বেডের আইসিইউ সুবিধা পেয়েছেন অন্তত ২০০ রোগী। আরও আইসিইউ বেডের বরাদ্দ চাওয়া হয়েছে। অপরদিকে, স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে।  

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩