হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগে সুপার ও শিক্ষক জেলহাজতে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসাছাত্রকে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে সুপার ও শিক্ষককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামি মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ও শিক্ষক আবদুর রশিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও শিক্ষক আবদুর রশিদের হাতে মাদ্রাসাছাত্ররা একাধিকবার যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।

এ বিষয়ে ওসি বলেন, শারীরিক পরীক্ষার জন্য মাদ্রাসাছাত্রকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা জানার পর একাধিকবার শিশুটির চিকিৎসার ব্যবস্থাও করে দেন মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের। তিনিই বিষয়টি ধামাচাপা দিতেন। এসব কাজে আবদুর রশিদকে সহযোগিতা করতেন তিনি। আজ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

মাদ্রাসাছাত্রের স্বজন ও পুলিশ জানায়, ওই ছাত্র মাদ্রাসা-ই তাহফিজুল কোরআনের আবাসিক ছাত্র। শিক্ষক আবদুর রশিদ নানা উছিলায় তাকে ঘরে ডাকতেন। পরে হত্যার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ যৌন নিপীড়ন করছিলেন। ভয়ে এত দিন কাউকে কিছু বলেনি। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে পালিয়ে সে বাড়িতে আসে এবং বিষয়টি পরিবারকে জানায়। পরে সন্ধ্যার দিকে রায়পুর থানায় বিষয়টি জানানোর পর ওই মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ও শিক্ষক আবদুর রশিদকে আটক করা হয়।

ভুক্তভোগী ছাত্রের অভিভাবকেরা বলেন, এ ঘটনার মাদ্রাসার সুপার ও শিক্ষককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মাদ্রাসার সুপার আবদুল ওজায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাত্রের মুখ থেকে বিষয়টি জানার পরই শিক্ষক আবদুর রশিদকে আমি মাদ্রাসা থেকে বের করে দিই। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবু ওই ছাত্রের অভিভাবক আমার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।’ 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন