হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের বটতলীতে যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ বুধবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৫)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। বাদশা রামগতির শিক্ষাগ্রামের মো. আবদুল মালেকের ছেলে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাহামদুল হাসান, দেলোয়ার হোসেন ও আদিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রামগতি থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় হিমাচল পরিবহনের বাসটি। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বটতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীদের সহযোগিতায় বাস থেকে কমপক্ষে ২০ যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। এদের মধ্যে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাসের সুপারভাইজার বাদশা মিয়া। পরে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস থেকে বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থায় গুরুতর। 

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ