হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে ছবিটি কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।

সেই ছবিতে দেখা গেছে, উপজেলার চর মার্টিন ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক মুন্সি (৪০) ইয়াবা সেবন করছেন। উদোম শরীরে শর্ট প্যান্ট পরে টেবিল সামনে রেখে চেয়ারে বসে মাদক সেবন করছেন তিনি। সামনে টেবিলে গ্যাস লাইট, সিগারেট, ফয়েল পেপার, একটি বোতলে লাল কিছু দেখা যায়।

স্থানীয় জনপ্রতিনিধির ইয়াবা সেবনের এই ছবি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তাদের অভিযোগ, ফারুক মেম্বার নিয়মিত মাদক সেবন করে থাকেন। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে ওমর ফারুক মুন্সি বলেন, এটা তাঁরই ছবি। কয়েকজন বন্ধু তাঁর বাসায় একদিন ইয়াবা সেবন করেন। সেদিন জোর করে তাঁকেও ইয়াবা সেবন করানো হয়। তবে এই ছবি ছড়িয়ে পড়ার পেছনে প্রতিপক্ষের ষড়যন্ত্র দেখছেন ফারুক। তিনি বলেন, তাঁকে সামাজিকভাবে হেয় করতেই এই ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মেম্বার হওয়ার পর তিনি ভালো হয়ে গেছেন।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ফারুকের স্ত্রী গত ২৫ ফেব্রুয়ারি তাঁকে ডিভোর্স দিয়েছেন। এ বিষয়ে তাঁর স্ত্রী কাঁকন আক্তার বলেন, ‘তাঁর সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। ২৫ তারিখ থেকে থেকে আলাদা আছি। তাঁর বিষয়ে আর কিছু বলতে চাই না।’

এ বিষয়ে চর মার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় তাঁর নিজেরই।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, মেম্বারের কাছে মাদক পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ইউপি সদস্যের মাদক সেবনের ছবি তিনি এখনো দেখেননি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার