হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নৌ-পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ, নিহত ১, আটক ১০ জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরার সময় নৌ-পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষে আমির হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় ৬ পুলিশ ও ১০ জেলেসহ আহত হয়েছেন ১৬ জন। রোববার ভোরে সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আটক করা হয় ১০ জেলেকে। 

নিহত জেলে আমির হোসেন ভোলার ইলিশা রাজাপুর এলাকার মতলব হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নৌ-পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষে জেলে এমরান হোসেন, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, মোসলেহ উদ্দিন, সবুজ মাঝি, জহিরুল ইসলাম, মনির হোসেন মোকতার হোসেন, মনির হোসেন ও সবুজ ইসলাম আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ কর্মকর্তা মো. জহিরুর ইসলাম, কনস্টেবল মহিসন, আনোয়ার হোসেন, মোবারক হোসেন, কাজী আবু তাহের ও মনোয়ার হোসেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় জেলে আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

এ বিষয়ে মজুচৌধুরীহাট পুলিশ নৌ-পুলিশ জানায়, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরে মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে কাজ করছে নৌ-পুলিশ। সে অনুযায়ী রাতে প্রতিদিনের মতো নদীতে অভিযান নামে নৌ-পুলিশ। আজ রোববার ভোরে মজুচৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে পৌঁছালে কয়েকটি নৌকাসহ জেলেরা নৌ-পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা হামলা চালায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় জেলেদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া আহত হয়েছেন ১১ জন জেলে। আহত জেলে ও পুলিশকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জেলে আমির হোসেনের মৃত্যু হয়। 

সদর হাসপাতালে আহত জেলে মনির হোসেন ও সাইদুল ইসলাম জানান, নৌ-পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা ও গুলি করেছে। তারা মাছ শিকারে যাননি। নদীর অন্য পাড়ে যাচ্ছিলেন। বরং মাসিক চাঁদা না পাওয়ায় নৌ-পুলিশ তাদের ওপর হামলা করেছে। এ সময় নৌ-পুলিশ অতর্কিত হামলা ও গুলি চালিয়ে ১১ জনকে আহত করেন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হন। তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। গুলিবিদ্ধ জেলে আমির হোসেনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর নয়। তবে জেলেদের কয়েকজনের অবস্থায় গুরুতর। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আমির হোসেনের মৃত্যু হয়। 

মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, জেলেদের হামলায় ৬ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ১০ জেলেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযানে যায় পুলিশ। এ সময় ৪০ থেকে ৫০ জন জেলে পুলিশের ওপর হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ সময় ৬ পুলিশ ও কয়েকজন জেলে নদীতে লাফিয়ে পড়ে আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১০ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ