হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে: উপদেষ্টা বিধান

লক্ষ্মীপুর প্রতিনিধি

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। যেন শিক্ষকদের আচরণের কারণে শিক্ষার্থীরা স্কুলমুখী হয়। এ ছাড়া তিনি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘অন্য মানুষের সঙ্গে আমার সম্পর্ক কেমন হওয়া উচিত, এটার শিক্ষাই হচ্ছে নৈতিক শিক্ষা। তাই সবাইকে নৈতিক শিক্ষার দিকে নজর দিতে হবে।’

আজ শনিবার সকালে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক লেভেলে আমাদের টার্গেট খুব ছোট। এখন প্রাইমারিতে বাচ্চাদের রোবটিকস শেখানো হচ্ছে। কিন্তু এটা মোটেও টার্গেট নয়। কেউ যদি বেশি শেখায়, সেটাতে ক্ষতি নেই। মিনিমাম যেটা চাচ্ছি, সেটা হলো সাক্ষরতা।’

উপদেষ্টা আরও বলেন, নতুন কারিকুলামের কারণে প্রাথমিকে শিক্ষার মান অবনতি হয়েছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। প্রাথমিকে বৃত্তির ব্যবস্থা চালু করার কথা ভাবছে সরকার।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী শিক্ষা-অফিসার মো. শাহদাত হোসেনসহ অনেকে।

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩