বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘১০ ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে। ১০ তারিখের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। আর কোনোভাবে ছাড় দেওয়া হবে না। খুব শিগগিরই তারেক রহমান দেশে আসবে। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। অনতিবিলম্বে সকল মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’
আজ সোমবার সকালে লক্ষ্মীপুরে বিএনপির শোক মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ সময় এ্যানি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপে বসা হবে না। তাদের নেতৃত্বে কোনো নির্বাচনও হবে না এ দেশে। তারা অবৈধভাবে ও নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। সুতরাং আওয়ামী লীগের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আর বসে থাকার সময় নাই।’
এর আগে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিএনপির শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চৌধুরী বাসা থেকে একটি শোক মিছিল করেন নেতা-কর্মীরা। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে মূল সড়কে উঠতে গেলে বাধা দেয় পুলিশ।
পরে শহরের পুরাতন আদালত সড়ক, হাসপাতাল রোড ও পোস্ট অফিসের সামনে থেকে কালো পতাকা হাতে নিয়ে শোক মিছিল বের করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিকদ দলের কয়েক হাজার নেতা-কর্মী। পরে মিছিলটি গোডাউন রোড হয়ে পুনরায় এ্যানির চৌধুরীর বাসার সামনে সমাবেশে মিলিত হয়।