হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

খুব শিগগিরই তারেক রহমান দেশে আসবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘১০ ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে। ১০ তারিখের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। আর কোনোভাবে ছাড় দেওয়া হবে না। খুব শিগগিরই তারেক রহমান দেশে আসবে। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। অনতিবিলম্বে সকল মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

আজ সোমবার সকালে লক্ষ্মীপুরে বিএনপির শোক মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ সময় এ্যানি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপে বসা হবে না। তাদের নেতৃত্বে কোনো নির্বাচনও হবে না এ দেশে। তারা অবৈধভাবে ও নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। সুতরাং আওয়ামী লীগের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আর বসে থাকার সময় নাই।’

এ্যানি আরও বলেন, ‘বাধা দিলে প্রতিরোধ, হামলা হলে পাল্টা হামলা করা হবে। বাধা দিলেই যুদ্ধ হবে। এ অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে দেশব্যাপী বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বুকের তাজা রক্ত দিয়েছে। আওয়ামী লীগ গুম-খুনের রাজনীতিতে বিশ্বাসী। তারা খুনখারাবি করে এখন বিএনপির নেতা-কর্মীদের ফাঁসাচ্ছে। খেলা শুরু হয়েছে। খেলা চলবে। হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’ পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিএনপির শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চৌধুরী বাসা থেকে একটি শোক মিছিল করেন নেতা-কর্মীরা। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে মূল সড়কে উঠতে গেলে বাধা দেয় পুলিশ।

পরে শহরের পুরাতন আদালত সড়ক, হাসপাতাল রোড ও পোস্ট অফিসের সামনে থেকে কালো পতাকা হাতে নিয়ে শোক মিছিল বের করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিকদ দলের কয়েক হাজার নেতা-কর্মী। পরে মিছিলটি গোডাউন রোড হয়ে পুনরায় এ্যানির চৌধুরীর বাসার সামনে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক  অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও আনোয়ার হোসেন বাচ্ছু, জেলা যুবদলের আহ্বায়ক  রেজাউল করিম লিটন, সদস্যসচিব আবদুল আলীম হুমায়ন, যুগ্ম-আহ্বায়ক  রশিদুল হাসান লিংকন, যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন, সৌরভ হোসেন ভূলু ও সামছুল ইসলাম মামুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আলম মামুনসহ প্রমুখ। 

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা