হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার সাথী (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তানিয়া আক্তার সাথী সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবুল হাসেমের স্ত্রী। হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিল অটোরিকশাটি। রাখালিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তানিয়া আক্তার সাথী, ফারুক হোসেনসহ ছয়জন গুরুতর আহত হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তানিয়া আক্তার, ফারুক হোসেনসহ তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে তানিয়া আক্তার মারা যান। অন্য দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫