হোম > সারা দেশ > কুষ্টিয়া

জগতি রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস আটকে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার বিকেল ৫টার আগে ট্রেনটি ওই স্টেশনে আটকে দেওয়া হয়। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশের প্রথম রেলস্টেশন জগতির ১৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকে ছয়টি দাবি জানানো হয়। এ সভা চলাকালে বেনাপোল এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় স্থানীয়রা আটকে দেন।

ছয়টি দাবি হলো—জগতি রেলভবনের সংস্কার করতে হবে, জগতি রেলস্টেশনকে আধুনিকায়ন করতে হবে, বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে অত্র এলাকাবাসীকে সব যাত্রা বা ভ্রমণের ব্যবস্থা করতে হবে, জগতি স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করতে হবে, জগতি রেলস্টেশনের প্রথম রেলভবনকে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং জগতি রেলস্টেশনের পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করতে হবে।

বেনাপোল এক্সপ্রেসের পরিচালক মাহবুব ইসলাম বলেন, বিক্ষোভকারীদের দাবিগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তা পূরণের আশ্বাস দিয়েছে।

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা