জাসদ সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি এই মুহূর্তে অসাংবিধানিক, অগণতান্ত্রিক যে দাবি করছে—এ নিয়ে আলোচনা এবং তা মেনে নেওয়া সম্ভব না। সংবিধান-বহির্ভূত এসব দাবি করে বিএনপি গণতন্ত্র ও রাজনীতিকে কুয়াশার মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে।’
আজ শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা মিলনায়তনে স্থানীয় ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক করছেন, তাঁরা মূলত ভিন্ন সরকারের অধীনে নির্বাচন চান, সরকার অদলবদল চান। কিন্তু নির্বাচনকালীন যে সরকারই আসুক না কেন, তারা তো রুটিন কাজের বাইরে কমিশনের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। সংবিধানে এর কোনো সুযোগই নেই।’
ভেড়ামারা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় নেতা-কর্মীরা।