হোম > সারা দেশ > কুষ্টিয়া

উৎপাদন খরচের চেয়ে কেজিতে ২০ টাকা লোকসান পেঁয়াজে, সড়কে চাষিরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করছেন পেঁয়াজ চাষিরা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজের দাম কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন খরচের চেয়ে ২০ টাকা লোকসানে বিক্রি করতে হচ্ছে। এই ঘটনায় ন্যায্যমূল্যের দাবিতে গতকাল বুধবার বিকেলে উপজেলার খলিশাকুণ্ডি বাজারে সড়কে পেঁয়াজ ছিটিয়ে সাড়ে তিন ঘণ্টা অবরোধ করেন চাষিরা। ফের আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করেছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে। এতে বিঘাপ্রতি চাষে খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। এবারের বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজ ফলনে কিছুটা কমেছে। তবে, বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ হারে পেঁয়াজ উৎপাদন হতে পারে।

চাষিরা বলছেন, আজ বৃহস্পতিবার উপজেলার তারাগুনিয়া পাইকারি বাজারে পেঁয়াজ কেনা হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে। কিন্তু এক কেজি পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ৪৫-৫০ টাকা। এতে কৃষকের লোকসান দাঁড়িয়েছে কেজিতে ২০ টাকা।

উপজেলার পেঁয়াজের আড়তগুলোতে গিয়ে জানা গেছে, গতকাল বুধবার পেঁয়াজ বিক্রি হয়েছে ২৮ থেকে ৩৫ টাকা দরে। আজ সকালে আরও এক টাকা কমে আড়তে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ থেকে ৩৪ টাকা দরে। এ সময় আড়তে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষকদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ দেখা গেছে। নতুন পেঁয়াজ ওঠার শুরুতে দাম কিছুটা ভালো থাকলেও প্রতিদিন পেঁয়াজের দাম ক্রমাগত নিম্নমুখী বলে জানান স্থানীয় আড়তদারেরা।

গতকাল খলিশাকুণ্ডি বাজারে বিক্ষোভের সময় একলাসুর রহমান নামের এক কৃষক বলেন, ‘বিঘাপ্রতি দেড় লাখ টাকার বেশি খরচ করে পেঁয়াজ চাষ করেছি। আশা ছিল ভালো দাম পাব। তবে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু না করতেই দাম কমে দাঁড়িয়েছে ২৫-৩০ টাকায়। যার ফলে আমরা লোকসানের মুখে পড়েছি—তাই দাম বাড়ানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।’

পেঁয়াজচাষি ওবায়দুল ইসলাম বলেন, ‘পেঁয়াজ বাজারে ওঠার শরুতেই যে দাম চলছে এতে বীজের দাম তুলতেই গায়ে বেধে যাবে। এখনো তো বাজারে পুরোদমে পেঁয়াজ উঠতে শুরু করেনি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, চাষিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও বাইরে থেকে আমদানি বন্ধের দাবিতে খলিশাকুণ্ডি বাজারে গতকাল বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে আবারও সড়ক অবরোধ করে তাঁরা মানববন্ধন করেছেন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পাইকারি বাজারের একটি আড়তে বিক্রির জন্য পেঁয়াজ রাখছেন চাষিরা। ছবি: আজকের পত্রিকা

পেঁয়াজের মূল্যবৃদ্ধির দাবিতে কৃষকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার বিষয় শুনেছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি বলেন, ‘পেঁয়াজ ওঠার শুরুতেই বাজারে দাম পড়ে গেছে। এতে চাষিরা লোকসানের মুখে পড়েছেন। আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘চাষিরা পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার