হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. আমজাদ শেখ (৪৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার বি-মির্জাপুর গ্রামের বাসিন্দা ও স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকনের কর্মী।

আহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আমজাদ শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ এলাকায় যান। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা পাঁচ-ছয়জন এসে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন বলেন, ‘আমজাদ নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। নৌকা প্রতীকের সমার্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। হামলাকারীদের মাথায় হেলমেট পরা থাকলেও আমজাদ তাঁদের চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা করা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

গত ১৩ সেপ্টেম্বর খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ পদে আগামী ২ নভেম্বর ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে