হোম > সারা দেশ > কুষ্টিয়া

সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোল্লা মাসুদ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়। সেই সঙ্গে তাঁর সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

কালিশংকরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি বাড়ি ভাড়া নেন দুই যুবক। ওই বাসার নিচতলায় তাঁরা থাকতেন। হঠাৎ ভোররাতে বাড়িটিতে দেখতে পান, সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছেন। এর কিছুক্ষণ পর দুজনকে আটক করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তাঁরা।

ওই বাড়িতে কয়েকজন শিক্ষার্থীর মেস ভাড়া থাকেন। তাঁদের মধ্যে একজন বলেন, ‘সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনাসদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তোলেন। সেনাসদস্যদের একজন বলেন, অভিযানে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘এখানে আমাদের কোনো অভিযান ছিল না। অন্য কোনো বাহিনী করেছে কি না জানি না। জানার চেষ্টা করছি।’

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা