হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে ভগ্নিপতির অস্ত্রের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

কুষ্টিয়া প্রতিনিধি

থানায় দুই দিন আগে লিখিত অভিযোগ জানিয়েও শেষ রক্ষা হলো না। কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের এই ঘটনায় আহত তাঁর দুই ছেলেসহ আরও অন্তত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ইউনুস আলী কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন নিহত ইউনুস আলীর দুই ছেলে রাসেল হোসেন (২৮), হোসেন আলী (২২), রকিবুল ইসলাম (৪০), চাঁদ আলী (৪৫) ও অরুণ আলী (৪২)।

অভিযুক্ত ভগ্নিপতির নাম মো. মোক্তার হোসেন (৫৫)। তিনি একই ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে নিহত ব্যক্তির ছেলে হোসেন আলী বলেন, সকালে পানি সেচের ভাগের ধান কাটতে গেলে তাঁর মামা মোক্তারসহ ২০-২৫ জন কাঁচি, রামদা, হাসুয়া নিয়ে হামলা চালায়। এ সময় তারা তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে। তা ছাড়া হামলায় তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তিনি আরও বলেন, দুই দিন আগে গত বৃহস্পতিবার থানায় জিডি করেও কোনো লাভ হলো না।

তবে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম। তিনি বলেন, ধান কাটা ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন খুন হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা