হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িয়ে পাওয়া ৮৮ হাজার টাকা ফেরত দিলেন দিনমজুর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুড়িয়ে পাওয়া ৮৮ হাজার টাকা ফেরত দিলেন দিনমজুর মজিদুল ইসলাম। আজ শুক্রবার বেলা ১১টার দিকে টাকার মালিক জাহেদুল ইসলাম জাহেদের কাছে ৮৮ হাজার টাকা হস্তান্তর করেন মজিদুল। 

দিনমজুর মজিদুল ইসলামের বাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের নন্দিরকুটি গ্ৰামে। হারিয়ে যাওয়া টাকার মালিক জাহেদুল ইসলাম জাহেদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কেরামতিয়া উচ্চবিদ্যালয় বানিয়াপাড়ায়। 

জানা গেছে, হারিয়ে যাওয়া টাকার মালিক জাহেদুল ইসলাম জাহেদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) একজন ঠিকাদার। গতকাল বৃহস্পতিবার জাহেদুল কাজের বিল তুলে পাওনাদারদের মিটিয়ে বাকি টাকা জ্যাকেটের পকেটে পুরে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী ফিরছিলেন। ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের নন্দিরকুটির সার ও কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেনের দোকানের সামনে পড়ে যায়। রাতে সম্ভাব্য বিভিন্ন খুঁজেও পাননি। সকালে টাকার সন্ধান পান তিনি। 

দিনমজুর মজিদুল ইসলাম বলেন, ‘আমি রিকশায় ফুলবাড়ী উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলাম। আনোয়ার হোসেনের দোকানের সামনের রাস্তায় টাকার দুটি তোড়া (বান্ডিল) পড়ে থাকতে দেখে রিকশা থামিয়ে কুড়িয়ে নিই। এ সময় অনেকেই টাকাটা নিজের দাবি করেন। আমি কাউকে না দিয়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে জমা রাখি। সকালে টাকার প্রকৃত মালিক খুঁজতে গিয়ে টাকার সন্ধান পান। পরে প্রকৃত তথ্য যাচাইয়ের পর মালিকের কাছে হস্তান্তর করা হয়।’ 

টাকা পেয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কখনো ভাবিনি এ টাকা ফেরত পাব। জাহেদুলসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।’ 

টাকা হস্তান্তরের সময় উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলা সম্পাদক আমিনুল ইসলাম, নন্দিরকুটি গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা সহিত উদ্দিন, ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়ার বাবু মিয়া, ফুলবাড়ী উপজেলা সদরের সাবু মিয়া, আব্দুস সোবহানসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল বলেন, এ গ্ৰামসহ পুরো ইউনিয়নের মানুষ মজিদুল ইসলামের কাজে গর্বিত।

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার