হোম > সারা দেশ > কুড়িগ্রাম

উলিপুরে রেলওয়ের ব্রিজ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে রেলওয়ে ব্রিজ থেকে সাহাবুদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্ল্যাপুর নিরাশিরপাড় রেলওয়ে ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। এরপর মঙ্গলবার এলাকাবাসী তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি দীর্ঘদিন থেকে মানুষিক রোগে ভুগছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া এলাকার কেতাব উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন কয়েক বছর থেকে মানুষিক রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যা থেকে সাহাবুদ্দিন নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন তাঁর সন্ধান করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। 

মঙ্গলবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দক্ষিণে নিরাশিরপাড় রেলওয়ে ব্রিজের নিচে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবার ও থানা-পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রেলপথে হওয়ায় লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট রেলওয়ে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এলাকাবাসী ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। 

সাহাবুদ্দিনের ভাই হায়দার আলী জানান, দীর্ঘদিন থেকে মানুষিক রোগে ভুগছিলেন তাঁর ভাই সাহাবুদ্দিন। কখনো বাড়িতে আবার কখনো শ্বশুরবাড়ি লালমনিরহাটে থাকতেন। সোমবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে বেড়িয়ে তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন রাতে তাঁর খোঁজ সন্ধান করে ব্যর্থ হন। মঙ্গলবার এলাকাবাসী রেলের ব্রিজের নিচে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেন। শাহাবুদ্দিনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

তবকপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার মাথায় সমস্যা ছিল। সে কারণে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’ 

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, ‘ঘটনাটি রেলের জায়গায় ঘটেছে। বিষয়টি তারা দেখবেন।’ 

লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়।’

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩