হোম > সারা দেশ > কুড়িগ্রাম

‘গঙ্গা বিলাস’ এখন চিলমারী বন্দরে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে নোঙর করেছে বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। এটি নাব্যতাসংকটের কারণে তীরে ভিড়তে না পারলেও বন্দর এলাকায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে।

জানা যায়, বাহাদুরাবাদ ঘাট থেকে গতকাল বুধবার দুপুর ১২টায় চিলমারী বন্দরের উদ্দেশে ছেড়ে আসে গঙ্গা বিলাস। এই বন্দরে ৪টার দিকে নঙর করে প্রমদতরিটি। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় পর্যটকেরা গঙ্গা বিলাস থেকে স্পিডবোটে করে চিলমারী নদীবন্দর রমনা ঘাটে পৌঁছান। সেখান থেকে কিছু সময় নদের সৌন্দর্য উপভোগ করেন তাঁরা।

জানা গেছে, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরির বিদেশি পর্যটকেরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাত্রি যাপন করবেন। শুক্রবার সকালে চিলমারী নৌবন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশে রওনা হবে ‘গঙ্গা বিলাস’।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারানসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানির একজন ভ্রমণ করছেন। এই যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দই খাওয়া-চিলমারী নৌ-রুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। 

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাসে যাত্রারত পর্যটকদের ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি