হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা ও ছোট ভাই আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে। 

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া কৃষক হলেন আজিজুল ইসলাম (৪৫)। তিনি বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের নূর ইসলামের ছেলে। আহত হয়েছেন নূর ইসলাম ও তাঁর ছোট ছেলে নূরনবী। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। 

আজিজুলের চাচাতো ভাই হযরত আলী জানান, আজ ফজরের নামাজের পর আজিজুল জমিতে সেচ দিতে বাড়ির পাশে পাম্পঘরে যান। এ সময় অসাবধানতাবশত ভেজা হাতে বৈদ্যুতিক পাম্পের সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলের পাশে থাকা বাবা নুর ইসলাম ও ছোট ভাই নূরনবী তাঁকে উদ্ধারে এগিয়ে এলে তাঁরাও বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হোমায়রা খাতুন বলেন, ‘আজিজুল ইসলামকে হাসপাতালে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা