হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে নাব্যতা-সংকটে ফেরি বন্ধ, সড়কে যানবাহনের সারি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সড়কে যানবাহনের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির স্তর কমায় নাব্যতা-সংকট দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি বন্ধ থাকায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ট্রাকসহ শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিন দেখা গেছে, শত শত যানবাহন ফেরি বন্ধ থাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। জানতে চাইলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা হেলপার আমিনুল ইসলাম বলেন, ‘পাথর নিয়ে এসেছি, এসে শুনি ফেরি বন্ধ। কবে যে ফেরি চালু করবে, জানি না। ফেরি না চলাচল করা পর্যন্ত এখানেই থাকতে হবে।’

এদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে খননকাজ শুরু হয়েছে জানিয়ে দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফুট রয়েছে। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ ফুট করলে ফেরি চলাচল শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্রের নাব্যতা সৃষ্টি হওয়ায় ফেরির নিচের অংশ নদে আটকে যায়। ফলে ফেরির নিরাপত্তার স্বার্থে খনন না করা পর্যন্ত সাময়িকভাবে সার্ভিস বন্ধ রাখা হয়েছে। খনন শেষে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হবে।

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা