হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কাঁঠালবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে টগরাইহাট বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সফিকুল নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে প্রায় দুই ঘণ্টা বিলম্বে রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছায়।

নিহত ট্রাক্টরচালক সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মাধবপুর এলাকার সবুজপাড়া গ্রামের বাসিন্দা। 

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামছুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার টগরাইহাট এলাকায় রেললাইনের পাশে গড়ে ওঠা ইটভাটায় ইট পরিবহনের জন্য অবৈধ রেলক্রসিং তৈরি করা হয়। শনিবার রাতে ক্রসিং দিয়ে ট্রাক্টরটি রেললাইন পার হচ্ছিল। ওই সময় কাউনিয়া থেকে কুড়িগ্রামমুখী রমনা লোকাল ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন ট্রাক্টরচালক সফিকুল। 

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিকুল। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। 

ভোগডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত সফিকুলকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ তাঁকে নিজ গ্রামে দাফন করা হয়। 

স্টেশন মাস্টার মো. শামছুজ্জোহা আজকের পত্রিকাকে বলেন, ‘টগরাইহাটের ওই স্থানের রেলক্রসিংটা অবৈধ। সেখানে আমাদের কোনো গেটম্যান নেই। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে ট্রেনটি ছেড়ে গেছে।’ 

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এ ঘটনায় রেল কর্তৃপক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।’

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার