হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে চর মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ‘আইসো বাহে চর বাঁচাই’ স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি এই আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেয়।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্যসচিব এস এম আশরাফুল হক রুবেল, ডা. মাহাফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য দেন।

চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গকিলোমিটার চর রয়েছে। এসব চরে সাড়ে ৫ লাখের বেশি মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে না।

শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘জেলার চরগুলোয় দেড় শতাধিক এনজিও কাজ করে। কিন্তু তারা চরের একজনকেও স্বাবলম্বী করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কী করেছে? একদিকে বাঁধে, আরেক দিকে ভাঙে। ওরা এমনভাবে কাজ করবে, যাতে পরের অংশটা ভাঙে। টাকা আনবে, টাকা খাবে। ওটাকে পানি উন্নয়ন বোর্ড বলা যাবে না, মানি উন্নয়ন বোর্ড বলতে হবে। কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা ভালো হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।’

এ সময় অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন, অধ্যাপক নাজমুননাহার বিউটিসহ বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি