হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে রমনা লোকাল ট্রেন চালু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেনটি পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

আজ রোববার সকালে চিলমারী কমিউটার ট্রেনটি আটকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত লোকাল ট্রেন চালু ও রেললাইন সংস্কার করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দেন এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য দেন ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। বর্তমানে যে কমিউটার ট্রেন চালু রয়েছে, সেটি সকাল ৮টায় রংপুর অভিমুখে রওনা হয়ে চিলমারী ফিরে আসে রাত ১২টার পর। দেখা যায়, সে সময় ট্রেনটি যাত্রীশূন্য। তবে রমনা লোকাল ট্রেন চালু হলে সকালে জেলার উদ্দেশে রওনা হয়ে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই বাড়ি ফেরা যাবে। এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হতো, তা অনেক গুণে কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহন ব্যয়ও কমে যাবে। 

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন বলেন, করোনার সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে গেলে আর চালু হয়নি। পরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সংশ্লিষ্ট দপ্তরে ইঞ্জিন চেয়ে আবেদন করা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে সেটি চালু করা হবে। 

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেলপথ সংস্কারের কাজ চলমান রয়েছে। উলিপুর থেকে রমনা সংস্কারের টেন্ডার হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি