হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় বিপুল মিয়া (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাঙ্গা মিয়া (১৮) নামের এক তরুণ আহত হন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। 

বিপুল বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার লক্ষ্মীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে। রাঙ্গা একই গ্রামের সোবাহান আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, বিপুল ও রাঙ্গা মোটরসাইকেলে বাড়ি থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিল। ঘুণ্টিঘর নামক এলাকায় পৌঁছালে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বিপুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। রাঙ্গা মারাত্মক আহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং রাঙ্গাকে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকের চালক পালিয়ে গেছেন। বিপুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি