হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রাসেলস ভাইপার ভেবে ‘পাহাড়ি বোড়া’ পিটিয়ে মারল স্থানীয়রা 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে রাসেলস ভাইপার ভেবে স্থানীয়রা অন্য একটি সাপ পিটিয়ে মেরেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তিস্তা নদী বেষ্টিত থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর শেখের খামার এলাকায় এ ঘটনা ঘটে। বন কর্মকর্তা বলছেন, পিটিয়ে মারা সাপটি পাহাড়ি বোড়া।

স্থানীয় যুবক ওবায়দুল ইসলাম (৩২) ও আবু সাঈদ (২৮) আজকের পত্রিকাকে জানান, তাঁরা সকালে তিস্তা নদীর তীরে পানি দেখতে যান। এ সময় তিস্তা নদীর ভাঙনরোধে তীরে ফেলা জিও ব্যাগের ওপর একটি সাপ দেখতে পান। তারা সাপটিকে রাসেলস ভাইপারের বাচ্চা সন্দেহে পিটিয়ে হত্যা করেন। এরপর সাপটিকে স্থানীয় পাকার মাথা বাজারে নিয়ে আসলে স্থানীয়রা ভিড় করেন।

এলাকাবাসী আব্দুল জলিল, জয়নালসহ কয়েকজন বলেন, সাপটি লম্বায় প্রায় তিন ফিট। হুবহু রাসেলস ভাইপার সাপের মতো দেখতে। পরে বন কর্মকর্তা সবাইকে জানান এটি পাহাড়ি বোড়া সাপ, রাসেলস ভাইপার নয়। এ সময় সাপটিকে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, রাসেলস ভাইপার সন্দেহে মেরে ফেলা সাপটি পাহাড়ি বোড়া। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি