হোম > সারা দেশ > রংপুর

সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় জব্দ করা সাড়ে ৪ কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি প্রশিক্ষণ মাঠে এর আয়োজন করা হয়।

এ সময় গাঁজা, মদ, ফেনসিডিল, ইয়াবাসহ ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার উপপরিচালক কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট-১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোরশেদ আলম বলেন, চোরাচালান রোধ, মাদক কারবারিদের আটকসহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বিজিবি। তা ছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। 

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তারা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের নাগরিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি