হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামের তাপমাত্রা আজও ১০ ডিগ্রির নিচে, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডি‌গ্রি সেল‌সিয়াসের কম হওয়ায় আজ রোববারও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সকাল ৯টায় জানান, র‌োববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশ‌মিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শিগগির ঠান্ডা কমে যাওয়ার সম্ভাবনা কম। পুরো জানুয়া‌রি মাস এমন শীত থাকতে পা‌রে।

জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘আজও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। তাই মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মাউশির সিদ্ধান্ত বহাল রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার ওপরে গেলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাব।’ 

একই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার। তি‌নি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে র‌োববারও জেলার সব প্রাথ‌মিক বিদ‌্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তাপমাত্রা ১০ ডি‌গ্রি বা তদূর্ধ্ব হলে বিদ‌্যালয় খুলবে।’

তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। এসব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি