হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোহেল রানা (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের ভবেশ টারিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সোহেল রানা উপজেলার ভবেশ টারিরপাড়া এলাকার ফরিদ আলীর ছেলে। পার্শ্ববর্তী রৌমারী উপজেলার টাপুরচর হাফেজিয়া মাদ্রাসায় হেফজ শাখার শিক্ষার্থী ছিল সে।

সোহেল রানার দুলাভাই আবুল কালাম আজাদ বলেন, গতকাল সোমবার রাত থেকে সোহেল অসুস্থ ছিল। কী কারণে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তা আমরা জানি না। আজ বেশি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম বিনতে হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ডায়রিয়া আক্রান্ত ওই কিশোরের মৃত্যু হয়েছে।

হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি