হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি

নদীভাঙন রোধের প্রকল্প বাস্তবায়নে অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সরকার বেশি তৎপর দাবি করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কাজ ধীর গতির হলেও থেমে নেই। 

আজ রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্রবেষ্টিত কাচকোল এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বাংলাদেশে নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকব। অতীতের মতো এমন না যে নদী ভাঙন শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোরেশোরে লক্ষ্য রাখে। করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই, চলমান আছে। ধীর গতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দেই নাই।’ 

এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

চিলমারীর কাচকোল নদীভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে তিনি স্পিডবোটে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার