হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রংপুর থেকে কুড়িগ্রামের আ.লীগের নেতা সাজু গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

মোস্তাফিজুর রহমান সাজু। ছবি: সংগৃহীত

রংপুর থেকে গ্রেপ্তার হলেন কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান সাজু (৪৯)। আজ সোমবার শহরের সড়ক ও জনপথ অফিসের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান সাজু কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি দপ্তরে তাঁর শক্ত বিচরণ ছিল। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামে নিহত শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে রংপুর শহরে বিভিন্ন সময় তাঁকে দেখা যেত বলে তাঁর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

ওসি বজলার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে একটি টিম নিয়ে রংপুর থেকে সাজুকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে এসেছি। তাঁকে কুড়িগ্রাম সদর থানাহাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার তথ্য-উপাত্ত যাচাই করে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।’

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে