হোম > সারা দেশ > কুড়িগ্রাম

তিস্তায় নৌকাডুবি: দশম দিনের মাথায় আরেক শিশুর মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনার দশম দিনে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুজন। 

আজ শুক্রবার সকালে পাশের সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের তিস্তা নদীর লালচামার ঘাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুন্দরগঞ্জ থানা-পুলিশ। পরে মরদেহ উলিপুর থানায় হস্তান্তর করে। 

মৃত ওই শিশুর নাম শামীম মিয়া (৫)। সে উপজেলার বজরা ইউনিয়নের মিয়াজীপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। 

এলাকাবাসী জানান, ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীবেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঝেরচর এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৯ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে। নৌকা ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন রুপালী বেগম (২৩) ও ইরা মনি (১০)। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩