হোম > সারা দেশ > কুড়িগ্রাম

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রামে ৮ জন বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রামে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে। কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোদাব্বের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, শনিবার সারা দেশে একযোগে বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা শহরে মোট ৯টি কেন্দ্রে এই পরীক্ষা পরিচালনা করে কর্তৃপক্ষ। কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে কুড়িগ্রাম থেকে মোট ৯ হাজার ৪৬২ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেন। তবে আবেদনকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ৯টি কেন্দ্রে মোট ৪ হাজার ৩৭৯ জন চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন, যা মোট আবেদনকারীর ৪৬ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপপরিচালক মো. মোদাব্বের হোসেন বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে এক কেন্দ্রের আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি