কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল থেকে ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত বৃদ্ধের নাম আয়নাল হোসেন (৬৫)। আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তবে পাইকপাড়ার পাশের ঠাকুরবাড়ি বাজারে থাকতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছের ডালে সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আয়নাল হোসেন। রোববার সকালে স্বজনেরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।