হোম > সারা দেশ > কুড়িগ্রাম

তিস্তার চর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে হোকডাঙা পাকাবাধা মসজিদ সংলগ্ন নদীর ঘাট থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা পাকাবাধা মসজিদ সংলগ্ন নদীর ঘাট এলাকায় তিস্তা নদীর চরে আজ বিকেলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নসহ কোমরে ইট বাঁধা ছিল। মরদেহটির পড়নে জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি ছিল। পরে থানা-পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থেতরাই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হালিম। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, ওই যুবকের মরদেহ কয়েক দিন থেকে পানিতে থাকায় শরীর বিকৃত হয়ে গেছে।

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু