হোম > সারা দেশ > কুড়িগ্রাম

জিয়া পয়দা না হলে দেশ স্বাধীন হতো না: আনিসুজ্জামান বাবু

কুড়িগ্রাম প্রতিনিধি

জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা শহরের পুরোনো পোস্ট অফিসপাড়ায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সব নেতা-কর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন করে জেলা বিএনপি।

মানববন্ধনে আনিসুজ্জামান বাবু বলেন, ‘জিয়াউর রহমান পয়দা না হলে দেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান পয়দা না হলে এ দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো।’

বিএনপি নেতা আনিসুজ্জামান বাবু বলেন, ‘অনেক আগের একটা নিউজ ভাইরাল হয়েছে। সেখানে ওয়াজেদ সাহেব বলেছিলেন, শেখ হাসিনা এবং আমি দুজন এক টেবিলে বসে নিজ কানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। অথচ উনি (প্রধানমন্ত্রী) বলেন জিয়াউর রহমান রাজাকার।’ 

মানববন্ধনে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল বারী সরকার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম প্রমুখ।

মানববন্ধনে কুড়িগ্রামের কৃতী সন্তান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের মুক্তি দাবি করেন দলীয় নেতারা। 

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি