হোম > সারা দেশ > কুড়িগ্রাম

জিয়া পয়দা না হলে দেশ স্বাধীন হতো না: আনিসুজ্জামান বাবু

কুড়িগ্রাম প্রতিনিধি

জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা শহরের পুরোনো পোস্ট অফিসপাড়ায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

তেল, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সব নেতা-কর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন করে জেলা বিএনপি।

মানববন্ধনে আনিসুজ্জামান বাবু বলেন, ‘জিয়াউর রহমান পয়দা না হলে দেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান পয়দা না হলে এ দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো।’

বিএনপি নেতা আনিসুজ্জামান বাবু বলেন, ‘অনেক আগের একটা নিউজ ভাইরাল হয়েছে। সেখানে ওয়াজেদ সাহেব বলেছিলেন, শেখ হাসিনা এবং আমি দুজন এক টেবিলে বসে নিজ কানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। অথচ উনি (প্রধানমন্ত্রী) বলেন জিয়াউর রহমান রাজাকার।’ 

মানববন্ধনে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল বারী সরকার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম প্রমুখ।

মানববন্ধনে কুড়িগ্রামের কৃতী সন্তান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের মুক্তি দাবি করেন দলীয় নেতারা। 

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার