হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে আ.লীগের ৩৪ নেতা–কর্মীর নামে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

ছাত্র-জনতার জমায়েতে হামলার অভিযোগে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতা–কর্মীর নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও দুই থেকে তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রতন, সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, আব্দুল গফুর ও আব্দুর রাজ্জাক মিলন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, চিনু মিয়া প্রমুখ। 

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতে আসামিরা হামলা করেন। তাঁরা হত্যার উদ্দেশ্যে মারধর করে জনসাধারণকে গুরুতর জখম করেন। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগও আনা হয়েছে। 

এদিকে গতকাল বুধবার আটক উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী হককে (২৫) এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩