হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রাস্তার পাশের খালে ভাসছিল মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বিসিক শিল্পনগরীর কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কের একটি সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিসিক শিল্পনগরীর কাছে যোগাযোগ মোড় নামক স্থানে সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের ওপর থাকা ব্রিজের উত্তর-পশ্চিম প্রান্তে খালের পানিতে উপুড় হয়ে লাশটি ভেসে ছিল। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনাস্থলে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ বাবলা বলেন, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও ওসি মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুই-তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

এসআই বাবলা বলেন, ‘লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সড়ক দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গেছেন। অন্য কোনো ঘটনা রয়েছে কি না, সেটাও আমরা খতিয়ে দেখছি। পরিচয় শনাক্ত করার পর বিস্তারিত জানা যাবে।’

ঘটনাস্থল থেকে ফিরে ওসি মাসুদুর রহমান বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক দল কাজ করছে। আমরাও ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার