হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বানের পানিতে ভেসে আসে অজ্ঞাত ব্যক্তির লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ঢুষমারা থানার আওতাধীন কলকি হারা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে কলকি হারা গ্রামে লাশটি বন্যার পানিতে ভেসে আসে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় পুলিশ।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা গ্রামে বন্যার পানিতে লাশটি ভেসে আসে। একইদিন দুপুরে স্থানীয় গ্রাম-পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায়। আজ শনিবার দুপুর পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশটি বন্যার পানিতে ভেসে এসেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

 ‘বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিকে পার্শ্ববর্তী জামালপুর জেলাধীন এলাকায় দেখা গিয়েছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও শোনা যাচ্ছে। তবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি’ যোগ করেন ওসি।

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রাথমিকে মিড ডে মিল: শুরুতেই গলদ, সুফল নিয়ে শঙ্কা

কুড়িগ্রামের চার আসন: বড় ফ্যাক্টর হতে পারে জাতীয় পার্টির ভোট

মায়ের ‘কর্মসংস্থানে’ মেয়েদের সুরক্ষা

কৃষি কর্মকর্তাকে মারধর, কৃষক দলনেতাসহ ৩ জনের নামে মামলা

ভটভটিচাপায় চালক নিহত