হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে ২ বোনসহ ৩ জনের মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ ও নারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কালীগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬)। অপর নিহত ব্যক্তি হলেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম। 

বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায়। তিনি বলেন, ‘তিনজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

কচাকাটা থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এ সময় বাড়ির অদূরে একটি সেচপাম্পের টানানো তারে দুই বোনের গলা জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

অন্যদিকে, গতকাল বিকেলে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলায় করে পাশের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ভেলা ঠেলার লাঠি বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু