হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে ২ বোনসহ ৩ জনের মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ ও নারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কালীগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬)। অপর নিহত ব্যক্তি হলেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম। 

বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায়। তিনি বলেন, ‘তিনজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

কচাকাটা থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এ সময় বাড়ির অদূরে একটি সেচপাম্পের টানানো তারে দুই বোনের গলা জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

অন্যদিকে, গতকাল বিকেলে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলায় করে পাশের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ভেলা ঠেলার লাঠি বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

শোওয়ার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষে বিএসএফের পাকা রাস্তা নির্মাণচেষ্টা, বিজিবির আপত্তিতে স্থগিত

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, স্বাক্ষর জালে বিএনপি নেতারটি বাতিল

ফুলবাড়ী সীমান্তে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

কুড়িগ্রামে জাপা প্রার্থীসহ ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী পোস্টার, ৫ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আটক

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

উলিপুরে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি