কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ঈদুল আজহা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে। স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, আগামী সোমবার ২৬ জুন থেকে ২ জুলাই রোববার পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ-সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার ৩ জুলাই থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
সোনাহাট স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা জুয়েল রানা বলেন, জুলাই মাসের ৩ তারিখ থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।