হোম > সারা দেশ > কুড়িগ্রাম

উলিপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ আখি মনি (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। 

গতকাল রোববার গৃহবধূর বাবা সেকেন্দার আলী বাদী হয়ে উলিপুর থানায় মামলা করেন। এদিন বিকেলেই আখি মনিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শনিবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা এলাকায় এ ঘটনা ঘটে। 

মামলায় জানা গেছে, খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলীর (২৭) সঙ্গে পাশের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগমের (২০) চার বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই মাহবুব আলী দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন। গত শনিবার রাতে শয়ন ঘরে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তাঁর শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে এলোপাতাড়িভাবে মারপিট করেন। 

এ সময় গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে আবারও লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। কুড়িগ্রাম সদর হাসপাতালে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গৃহবধূর পিতা মারপিট করে হত্যার অভিযোগে জামাতা মাহবুব আলীসহ নামীয় তিনজন ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ নিহত শারমিন বেগমের ভাশুরের স্ত্রী আখি মনিকে গ্রেপ্তার করেন। 

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুদানে হামলা: শোকে বিহ্বল শান্ত ও মমিনুলের পরিবার, লাশের জন্য অপেক্ষা

পাঁচ দফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীদের অবস্থান

পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

রোজার আগেই নির্বাচন হতে হবে, যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ শতক জমির বিরোধে ঝরল ভাই-বোনসহ তিনজনের প্রাণ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু